মর্মান্তিক!ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ছেলেও
গতকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তান্ডব দেখা গিয়েছে|মৃত্যু হয়েছে একাধিক|এবার সামনে এলো আরেক মর্মান্তিক ঘটনা|প্রাণ হারালেন এক বাবার সাথে তার ছেলেও|দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায়|
আরো পড়ুন-হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে পুলিশের বাঁধা সিপিএম প্রার্থীর প্রচারে!পুলিশের সঙ্গে তুমুল বচসা
জানা গিয়েছে, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং(৬৪), বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে এসে ছেলে তরুন সিং (৩০),তিনিও বিদ্যুৎপৃষ্ট হন।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণ করেন।