‘জেনারেশন নেক্সট’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে শর্টফিল্ম টিএমসিপি-র
কেউ বলে ‘যুবরাজ’,তো কেউ বলে ‘তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড’,আবার বিরোধীরা বিদ্রুপ করে শুধু বলেন ‘ভাইপো’|তবে তাকে যে যাই নামেই ডাকুক না কেন, বর্তমান রাজ্য রাজনীতিতে তার প্রভাব অবশ্যই অনস্বীকার্য|তিনি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়|
আরো পড়ুন-ফের তোলাবাজির প্রতিবাদী ছাত্রদের হোস্টেলের ঘরে ঢুকে হুমকি তৃণমূল ছাত্র পরিষদের
গতকাল ৩৫ তম জন্মদিন ছিল অভিষেকের|তাঁর জন্মদিন উপলক্ষে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র তৈরি করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।এই শর্টফিল্মে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন।
আরো পড়ুন-কুণাল ঘোষের সঙ্গে আলোচনায় পর আপাতত আন্দোলন প্রত্যাহার ২০০৯ চাকরিপ্রার্থীদের
১৭ মিনিট ৩০ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘের চলচ্চিত্রটি শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর দিয়ে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক ঘটনাগুলি ফুটে উঠেছে এই ছবিতে।এই চলচ্চিত্রে বারবার একটি বার্তা উঠে এসেছে যা হল-‘বাংলা তোমার হাতে সুরক্ষিত’।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক চক্রবর্তী। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় এই চলচ্চিত্রটি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছে।ঝরের গতিতে লাইক, কমেন্ট, শেয়ার শুরু হয়ে যায় ফেসবুকে।