অবশেষে সামনে এলো বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা!রয়েছে বড় চমক
আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷সেখাননে তৃণমূলের প্রার্থী নিয়ে অনেকগিন ঘরেই জল্পনা|তবে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল X হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে।
আরো পড়ুন-‘দাদাগিরি হয়ে গেল…সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমাক পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে’:দেবকে নিশানা মদনের
যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে রয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ৷রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ আর মানিকতলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হয়|আর তাই এবার সেই চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে|
আরো পড়ুন-‘জনপ্রতিনিধি বলে নয়,যে কোনও মানুষেরই এমন ব্যবহার করা উচিৎ নয়!’:সোহমের সমালোচনায় দেব
মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী।আর রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন মুকুট মণি অধিকারী।