বাজি বিষ্ফোরণে নিহতদের বাড়িতে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী!সব রকম সহায়তার আশ্বাস বিধায়কের
কল্যাণি রথতলা এলাকায় বাজি কারখানায় শুক্রবার বিষ্ফোরণে মৃত্যু হয়ে চারজনের|তাদের মধ্যে দু’জন হালিশহর ২ নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনীর বাসিন্দা|এই দু’জন হলেন অঞ্জলি বিশ্বাস,বয়স ৬২,এবং রুমা সোনার,বয়স ৩৫|এদের দু’জনের বাড়িতে শনিবার পৌছে যান বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী|নিহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন বিধায়ক|
আরো পড়ুন-কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র তিন শ্রমিক
এদিন সুবোধ অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ,কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী,প্রবীর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব|মৃতদের পরিবারদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষনা করেন মুখ্যমন্ত্রী|সেই টাকা যাতে নিহতদের পরিবারের কাছে দ্রুত পৌছে যায়,তার আশ্বাস দেন বিধায়ক সুবোধ অধিকারী|
শুধু এখানেই শেষ নয়,বিধায়কের নির্দেশে মৃত রুমা সোনারের ছেলের পড়াশোনার সব দায়িত্ব তৃণমূলের তরফে নেওয়া হয়েছে|বিধায়কের কথায়,মৃত্যু কখনো মূল্য দিয়ে পুরণ করা যায়,তবুও নিহতদের এই কঠিন সময় কিছু অর্থ দিয়ে সহায়তার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী|তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাড়িয়ে তাদের এই কঠিন সময় লড়াইয়ের সহযোগিতা করছেন সুবোধ ও তার দল|