বাজি বিষ্ফোরণে নিহতদের বাড়িতে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী!সব রকম সহায়তার আশ্বাস বিধায়কের

কল্যাণি রথতলা এলাকায় বাজি কারখানায় শুক্রবার বিষ্ফোরণে মৃত্যু হয়ে চারজনের|তাদের মধ্যে দু’জন হালিশহর ২ নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনীর বাসিন্দা|এই দু’জন হলেন অঞ্জলি বিশ্বাস,বয়স ৬২,এবং রুমা সোনার,বয়স ৩৫|এদের দু’জনের বাড়িতে শনিবার পৌছে যান বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী|নিহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন বিধায়ক|

আরো পড়ুন-কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র তিন শ্রমিক

এদিন সুবোধ অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ,কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী,প্রবীর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব|মৃতদের পরিবারদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষনা করেন মুখ্যমন্ত্রী|সেই টাকা যাতে নিহতদের পরিবারের কাছে দ্রুত পৌছে যায়,তার আশ্বাস দেন বিধায়ক সুবোধ অধিকারী|

আরো পড়ুন-বিধায়ক সুবোধ অধিকারীর প্রস্তাবে কাঁচরাপাড়ার শিবানী আরোগ্য নিকেতন এবার পুরসভার হাতে এসে হতে চলেছে মাল্টি স্পেশালিটি হাসপাতাল!

শুধু এখানেই শেষ নয়,বিধায়কের নির্দেশে মৃত রুমা সোনারের ছেলের পড়াশোনার সব দায়িত্ব তৃণমূলের তরফে নেওয়া হয়েছে|বিধায়কের কথায়,মৃত্যু কখনো মূল্য দিয়ে পুরণ করা যায়,তবুও নিহতদের এই কঠিন সময় কিছু অর্থ দিয়ে সহায়তার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী|তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাড়িয়ে তাদের এই কঠিন সময় লড়াইয়ের সহযোগিতা করছেন সুবোধ ও তার দল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *