তীব্র তাপদাহে নাজেহাল সাধারণ মানুষ!তারই মাঝে কম্বল বিতরণ করলেন তৃণমূল বিধায়ক,দিলেন সাফাই
তীব্র তাপদাহে পুড়ছে গোটা রাজ্য|তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ|আর তারই মাঝে কম্বল বিতরণ করে বিতর্কে জড়ালেন নদিয়া জেলার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়।তবে এই গরমে কম্বল কেন?সাফাই শুনুন বিধায়কের মুখে…
আরো পড়ুন-“তুই বাঁচবি তো?তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হোয়াটসঅ্যাপে হুমকি
এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা সবাই প্রশ্ন তুলেছে, এই গরমে গরিব মানুষের জন্য জল ও আচ্ছাদনের পরিবর্তে কেন কম্বল বিতরণ করতে গেলেন তৃণমূল বিধায়ক।তৃণমূল বিধায়ক জানিয়েছেন,একটা ছোট বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।তিনি বলেন কম্বলের সাথে সাথে বাচ্চাদের জামাপ্যান্ট, বড়দের লুঙ্গি বিতরণও করা হয়েছে|
আরো পড়ুন-দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ দুর্ঘটনা!ইঞ্জিন উল্টে আগুন
তবে কম্বল দাওয়া নিয়ে যুক্তি দিয়েছেন বিধায়ক এই যে,আগুন লাগার কারণে তার বিধানসভা কেন্দ্রের ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে গিয়েছে। তাঁদের রাতে ঘুমনোর কোনও জায়গা নেই। এই কম্বল বিছিয়ে রাতে তাঁরা শুতে পারবে বলেদাওয়া।যাঁদের যাঁদের কম্বল প্রয়োজন তাঁদের দেওয়া হয়েছে।তিনি আরোজানান সরকার থেকে মানুষকে শীতবস্ত্র দেওয়ার যে বন্দোবস্ত করা হয়েছিল ইদ উপলক্ষে তা দেওয়া হচ্ছে।