তৃণমূলের উপপ্রধান,রয়েছে চার তলা বাড়ি!তবু পরিবারের ৪ জনের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়

পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কেশবপুরে শাঁকারি ১ পঞ্চায়েতের উপপ্রধান,রয়েছে চার তলা বাড়ি|তবু একই পরিবারের ৪ জনের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়|পাশেই আরেকটা বাড়ি তার পরিজনের|কি ভাবে এমন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তির নাম গরিবদের জন্য তৈরি প্রকল্পে থাকে…উঠছে প্রশ্ন…

আরো পড়ুন-শ্যুটিংয়ের সময় করণ আমাকে বাজে স্পর্শ করতো :বিষ্ফোরক বিরাট পত্নী অনুষ্কা

জানা গিয়েছে,উপপ্রধান জাহাঙ্গীর শেখের স্ত্রী সীমা শেখ,দুই ভাই আলমনগীর ও আজমগীর,এবং সদ্য প্রয়াত পিতা শেখ মহসিনের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে|এ বিষয় জাহাঙ্গীর শেখের প্রতিক্রিয়া হল যে,কয়েক বছর আগে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না,তারা চালার বাড়িতে বসবাস করতেন|তাই হয়ত তখন আধিকারিকরা মনে করেছেন এবং তাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করেছে|তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কিভাবে একই পরিবারের চার জনের নাম একই সাথে নথিভুক্ত হল?এই নিয়ে জাহাঙ্গীর শেখ বলেন,তিনি এ ব্যাপারে কিছু জানেন না|

আরো পড়ুন-নাগেরবাজারে ছাতাকলে ভরদুপুরে বৃদ্ধার রহস্যমৃত্য!বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা

এই নিয়ে বিডিও(খন্ডঘোষ) সত্যজিৎ কুমার জানিয়ছেন রিপোর্ট আসার পরই উপপ্রধানের বাড়ির সকলের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে|অন্যদিকে,পঞ্চায়েত প্রধান শিউলি খাঁ বলেছেন “এই নিয়ে যা বলার, দলকে বলেছি”|বিষয়টি সামনে আসতেই এর বিরুদ্ধে সরব হয়েছেন বাম-বিজেপিরা|সম্প্রতি,প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপার হয়েছে রাজ্য|কোথাও পরিদর্শনে গিয়ে আশা কর্মী আক্রান্ত,তো কোথাও উপভোক্তার আগে থেকেই রয়েছে প্রাসাদ সম বাড়ি-গাড়ি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *