জয়ী প্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা তৃণমূলের জেলা সভাপতির

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদানের সভার আয়োজন করেছিল তৃণমূল । তার আগে তৃণমূলের পক্ষ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে থেকে শুরু হয় এবং বাটার মোড় হয়ে মতিগঞ্জে আসে।

আরো পড়ুন-‘র‍্যাগিং এক ধরণের সামাজিক বিষ!একে নির্মূল করতেই হবে’:কাকলি ঘোষ দস্তিদার

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে নেই বিজেপির পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।এবং সেখানে বনগাঁ রামনগর রোডের মুখে একটি অস্থায়ী মঞ্চের আয়োজন করা হয়েছিল যেখান থেকে তৃণমূলকে আক্রমণ করেছিলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরবুধবার তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠান থেকে শান্তনু ঠাকুর ও দেবদাস মন্ডলকে কড়া ভাষার আক্রমণ করলেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন মঞ্চ থেকে নথি দেখিয়ে শান্তনু ঠাকুরের দুর্নীতির কথা তুলে ধরেন বিশ্বজিৎ দাস । পাশাপাশি দেবদাস মন্ডল কে নাম না করে শান্তনু ঠাকুরের পৌষ্য পুত্র বলেও কটাক্ষ করেন তিনি ।

সভামঞ্চ থেকে বিশ্বজিত বাবু এও বলেন কল্যাণী এম সে কারোর কাছ থেকে পাঁচ লক্ষ ৬ লক্ষ করে টাকা নিয়ে চাকরি দিয়েছেন শান্তনু বাবু । পাশাপাশি বনগাঁতে সূর্য খুনের মামলা সি. আই অফিস থেকে নথি তুলে ট্রায়াল করাবো এও বলেন তৃণমূলের জেলা বিশ্বজিৎ দাস ।

আরো পড়ুন-নদী নিয়ে নারকীয় যন্ত্রণায় এলাকার মানুষ!

সিপিআইএম এর এক নেতা মানুষের টাকায় বাড়ি করেছিলেন সেখানকার মানুষ বাড়ি টি টুকরো টুকরো করে দিয়েছিলেন । সমাজ বিরোধী কাজ করলে এবং ত্রদন্দ প্রতাপ মানসিকতা আবার দেখাতে চান আগামীদিন ওর বাড়ির কি হবে আমরা দায়িত্ব নেব না বলে দেবদাস মণ্ডল কে আক্রমণ বিশ্বজিৎ দাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *