‘নেত্রী যাকে প্রার্থী ঘোষণা করছেন গোটা দল তার হয়েই লড়াই করবে’ জানালেন সায়নী ঘোষ
নিউজ ডেস্ক: তারকেশ্বর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন তৃণমূলের রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayoni Ghosh)।
এদিন তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয় পনরেটি প্রার্থী কে সঙ্গে নিয়ে শেষ হয় গোটা তারকেশ্বর ঘুরে পদ্ম পুকর এলাকায়।
সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়।সাধরণ মানুষের উদ্দেশ্যে বেশ কিচ্ছুক্ষন বক্তব্য রাখেন তিনি।
আরও পড়ুন:তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের ঘোষণা নির্দল প্রার্থীর
নির্দল প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন গোটা রাজ্যে যেখানে যেখানে পৌর ভোট হচ্ছে দলীয় প্রার্থী ছাড়া যুব নেতা নেত্রীরা কাউকে সমর্থন করবে না।
নেত্রী যাকে প্রার্থী ঘোষণা করছেন গোটা দল তার হয়েই লড়াই করবে।