একুশের ভোটেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে লড়বেন রাজ্য পর্যটন মন্ত্রী
নিউজ ডেস্ক: এই নিয়ে তিনবার। একুশের ভোটেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভা কেন্দ্র থেকে লড়াই করবেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পরই তার নির্বাচিত এলাকায় দলের সমর্থকেরা দেওয়াল লিখন শুরু করে দেন। মন্ত্রী নিজে এসেও হাতে রং তুলি সহযোগে দেওয়াল লিখনে সহযোগিতা করেন। স্থানীয় মানুষের সাথে দেখা করে কথা বলেন। ছোট ছোট শিশুদের হাতে চকলেট তুলে দেন।
প্রসঙ্গত উল্লেখ ২০১১ এবং ২০১৬ তে ডাবগ্রাম -ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন গৌতম দেব। ২০১৯ এর লোকসভা নির্বাচনে মন্ত্রীর বিধানসভা এলাকা থেকে বিপুল ভোটে লিড পায় ভারতীয় জনতা পার্টি। এত কিছুর পরও মমতার আস্থা গৌতমেই। যদিও মন্ত্রী নিজেও আশাবাদী তার জয়ের ব্যাপারে। কেননা তার দাবী তিনি শুধু ভোটের সময়ই মানুষের সামনে আসেন না বছরভর পাশে থাকেন জনগণের। কোভিড পরিস্থিতিতে শুধু নিজের বিধান সভা কেন্দ্রেই নয় শিলিগুড়ি শহরের প্রতিটি মানুষের পাশে ছিলেন তিনি। শহরের জন্য তার এই অক্লান্ত পরিশ্রম বৃথা যাবে না বলে একশো শতাংশ আশাবাদী গৌতম দেব।