‘এই হাসপাতালের পরিষেবার কোনও তুলনা হয় না’, রাজ্যের প্রশংসা করলেন রেলমন্ত্রী
নিউজ ডেস্ক: রাজ্য এবং তার মুখ্যমন্ত্রীর লাগাতার সমালোচনা করে আসছেন বঙ্গ–বিজেপির নেতারা। তারা মনে করেন শিক্ষা থেকে স্বাস্থ্য এই রাজ্যে সব খারাপ। এই অবস্থায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখানের স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন।
আরও পড়ুন-কি কথা হল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বৈঠকে?জানালেন শান্তনু ঠাকুর
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এই হাসপাতালের পরিষেবার কোনও তুলনা হয় না। এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করলেন, তা দেখে আমি অভিভূত। এমন বিপর্যয়ের সময়ে যেভাবে রাজ্য সরকারের কর্মীরা সাহায্য করেছে তা দেখে আমি অভিভূত।’
ময়নাগুড়িতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হল তারপর সেখানে ঝাঁপিয়ে পড়েছিল রাজ্য প্রশাসনের কর্তারা। এই নিয়ে রেলমন্ত্রী বলেন, ‘হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট ভালো। যে সমস্ত আহত ভর্তি আছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।’