‘পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন’, টুইটে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালেন তথাগত
নিউজ ডেস্ক: বাংলার (Bengal) ট্যাবলো দিল্লির বুকে ছাড়পত্র পাচ্ছেনা আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আর্জি জানিয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
আরও পড়ুন-কোন মন্দিরে পুজো দিলে কাজ হবে বুঝতে পারছেন না তৃণমূল নেতারা, বললেন দিলীপ ঘোষ
আজ, টুইট করে বাংলার ট্যাবলোয় ছাড়পত্র দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে সাধারণতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।’
আরও পড়ুন-‘পার্থ ওরফে ব্যর্থ চ্যাটার্জি অভিযোগ করেছেন’,ফের সরব তথাগত
প্রসঙ্গত এবার সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ–কে নিয়ে তৈরি ট্যাবলো দিল্লিতে নামাতে চেয়েছিল। তার কারণ ছিল এবার নেতাজির ১৭৫ তম জন্মবার্ষিকী। সেই ট্যাবলো ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।