‘টাকা তো চাইবই,টাকা ওকে দেওয়া হয়েছে,টাকা চাইব না’:কুন্তল সম্পর্কে বিস্ফোরক তাপস মণ্ডল
নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ৩ দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন কুন্তল।তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে তুলেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা।পাল্টা বিষ্ফোরক মন্তব্য করেছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল|
আরো পড়ুন-মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ,হাসপাতালেই মৃত্যু বাবার
নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে তাপস মণ্ডলকে আজ ফের তলব করেছে ইডি।এদিন কুন্তল ঘোষের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য় করেন তাপস মণ্ডল ‘টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইব না?’
আরো পড়ুন-নাম না করে শুভেন্দু অধিকারীকে কুকুর ও মোহন ভগবতকে ‘দাঙ্গাবাজ’ বললেন মদন মিত্র
সূত্রের খবর, তাপস মণ্ডল ও ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।