শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের|দেখেনিন কি কি শর্ত মেনে চলতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে-
শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের|দেখেনিন কি কি শর্ত মেনে চলতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে-
১.কোনও সাক্ষীর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারবেন না।
২.নিম্ন আদালতের প্রতিটি শুনানিতে হাজির থাকতে হবে|
৩.শুনানিতে সশরীরে নিম্ন আদালতে হাজির থাকতে হবে|
৪.কোনও অপ্রয়োজনীয় কারণে শুনানি পিছনোর আবেদন গ্রাহ্য হবে না|
৫.কোনও সরকারি পদে থাকতে পারবেন না|
৬.ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র বিধায়ক পদেই থাকতে পারবেন।
৭.কোনও ভাবে শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হবে|