দিলীপকে প্রণাম করে দফতরের দায়িত্ব নিলেন সুকান্ত!
ভোটে জয়ের পর জোড়া দফতরের দায়িত্ব পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার| একসঙ্গে পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব।আর দফতরের কাজ শুরু করার আগে আজ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে দফতরের কাজ বুঝে নিতে গেলেন সুকান্ত|
আরো পড়ুন-দিলীপ আছে দিলীপেই!সাত সকালে মাছ ধরতে ব্যস্ত দিলীপ ঘোষ
উল্লেখ্য,বাংলা থেকে এবার মাত্র দু’জন প্রতিমন্ত্রী বাছাই করে বিজেপি|একজন হলেন বঁনগার জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর,যিনি এবারও জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন,আগের বারের মতই|আর দ্বিতীয় জন হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার|তিনি অবশ্য প্রথম বারেই জোড়া দায়িত্ব পেয়েছেন সুকান্ত|একসঙ্গে পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব|
আরো পড়ুন-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছিল,তাই মেরেছি!’:রেস্তোরা মালিকের সঙ্গে তুমুল বচসা সোহমের
দিলীপ ঘোষের আশীর্বাদ নিতে আসা প্রসঙ্গে তিনি জানিয়েছেন,দিলীপ ঘোষ তার রাজনৈতিক জীবনের অভিভাবক|২০১৯ সালে তাকে প্রথমবার প্রার্থী করা থেকে সাংসদ করাতে তার বিশেষ অবদান আছে,যা তিনি অস্বীকার করতে পারেন না|তবে কি এবার বঙ্গ বিজেপিতে দুই শিবির তৈরি হওয়াতে শিলমোহর পড়ল?এক সুকান্ত-দিলীপের,আর আরেকটি শুভেন্দুর?