‘লালকেল্লার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করুক সরকার’, জানালেন সুব্রত
নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রাজধানীর বুকে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচি ঘিরে নজিরবিহীন অশান্তির জন্য কেন্দ্রকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনাকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তাঁর দলের কর্মীরাও। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী সুব্রত মুখোপাধায়। কৃষক ট্র্যাক্টর র্যালি ও লালকেল্লার হিংসা নিয়ে সরব হন তিনি।
রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “দিল্লি ঘটনা বেদনাজনক। আমরা উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার অনমনীয় মনোভাবের জন্যই এই অবস্থা।” তাঁর অভিযোগ, “কৃষকদের সঙ্গে আলোচনা না করেই আইন এনেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে নয়া কৃষি আইন বাতিল করা।” তাঁর মন্তব্য, ‘শুধু ঘটনাকে দেখে বিচার করলে চলবে না। কেন হল, নিরপেক্ষ ভাবে দেখুক সরকার।” প্রসঙ্গত, গতকালকের হিংসার ঘটনায় আহত হয়েছেন ১০০-রও বেশি পুলিশকর্মী। ইতিমধ্যেই হিংসার ঘটনায় ২২টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভ প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীও। তাঁর অভিযোগ, এত বড় বিক্ষোভের খবর গোয়েন্দা সংস্থাগুলির কাছে ছিল না কেন? কীভাবে সামান্য সংখ্যক বিক্ষোভকারী লালকেল্লায় পৌঁছে গেল সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। কেন অন্দোলন এত বড় আকার ধারণ করল সরকারের কাছে সেই প্রশ্নও তোলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। এদিন ফের একবার কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।