ভোট হিংসায় নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি!সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
পঞ্চায়েত ভোট হিংসায় নিহতদের পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে,এমনটাই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে|
আরো পড়ুন-ফের লজ্জা!অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়া!রোগিণীকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
পঞ্চায়েত ভোট- হিংসার নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা গত জুলাইয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও পঞ্চায়েত ভোটের ৪ মাস পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল অবশেষে।রাজ্য সরকার জানিয়েছে, নিহতের নিকটাত্মীয়কে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।
আরো পড়ুন-লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী
সরকারি হিসেব অনুসারে ভোট-হিংসায় প্রাণ ১৯ টি পরিবারের মানুষরাই এই চাকরি পাবেন। কিন্তু বিরোধীদের দাবি এর বাইরেও বহু মৃত্যু হয়েছে যা সরকারি পরিসংখ্যানে ধরা হয়নি|