‘মানসিক ভারসাম্যহীন শুভেন্দু অধিকারী,মাথার ডাক্তার থাকলে পাঠিয়ে দেব চেম্বারে’:সোহম
বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাথার ব্যামো আছে। তাছাড়াও উনি মানসিক ভারসামহীনতায় ভুগছেন, ভুলভাল উক্তি দিচ্ছেন, যেন উনি হাত দেখার বাবা এই ভাষাতেই বাঁকুড়ার ওন্দার সমাবেশে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সংসদ সোহম চক্রবর্তী|
আরো পড়ুন-ফুটবল বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা এবার মিষ্টিতেও!আর্জেন্টিনার জার্সির রংয়ের মিষ্টি জলপাইগুড়িতে
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি এক হাত নিয়ে শুভেন্দু অধিকারী কে বলেন আপনি নির্বাচনে নির্বাচিত হন নি আপনি লোডশেডিং করে নির্বাচিত হয়েছেন, আপনার নিজের সম্পর্কে কিম্বা দল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তাই ইমপ্রেস ধরে রাখার জন্য তারিখের পর তারিখ ধামাকা দিয়ে যাচ্ছেন। দুই তারকার তীব্র আক্রমণ কেন্দ্রবিন্দু ছিল শুভেন্দু অধিকারী আবশ্যক দিলীপ ঘোষকেও এক হাত নিয়েছেন তারকা সংসদ সোহম চক্রবর্তী ।