বিধায়ক সুবোধ অধিকারীর প্রস্তাবে কাঁচরাপাড়ার শিবানী আরোগ্য নিকেতন এবার পুরসভার হাতে এসে হতে চলেছে মাল্টি স্পেশালিটি হাসপাতাল!

কাঁচরাপাড়ার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকাকীর উদ্যোগে এবার নয়া রূপে একেবারে ঝাচকচকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে পরিণত হতে চলেছে একসময়ের নামজাদা শিবানী আরোগ্য নিকেতন|যেখানে একসময় চিকিৎসা নিতে আসতেন বহু মানুষ|তবে এখন সেই আরোগ্য নিকেতনের জীর্ণ দশা|তবে এই প্রাচীন আরোগ্য নিকেতনকে এই জীর্ণ দশা থেকে বের করে আনার জন্য হাসপাতালটিকে স্বাস্থ্য দফতরের হাত থেকে পুরসভার হাতে দেওয়ার আবেদন করেছেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী|

আরো পড়ুন-টালা পার্কের পর এবার জল বন্ধ থাকবে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের!জেনেনিন কবে,কখন কোন কোন জায়গা বন্ধ থাকবে জল…

জানা গিয়েছে,সেই আবেদনে সারা দিয়ে জেলাশাসকের নির্দেশে জেলা স্বাস্থ্যদফতরের অফিসাররা হাসপাতাল পরিদর্শন করেছেন|পুর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী,১৯ কাঠা জমির উপর হাসপাতালটিতে পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সিদ্ধান্ত হয়েছে|সেখানে খোলা হবে কার্ডিওলজি,অর্থোপেডিক,নিউরো,প্রসূতি বিভাগ সহ ক্রিটিকাল কেয়ার ইউনিটও|হাসপাতালটি হবে ১০০ বেডের এবং তার জন্য আটতলা বহুতল ভবন তৈরি হবে,যেটি তৈরি করতে পরিকল্পনা অনুযায়ী আনুমানিক ৬০ কোটি টাকার খরচ হবে|

আরো পড়ুন-বাঘাযতীনে হেলে পড়ল গোটা চারতলা আবাসন!

পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী জানিয়েছেন,ওখানে একটি উন্নতমানের মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে|যেখানে সাধারণ মানুষ স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে চিকিৎসা পেতে পারবেন|শুধু স্বাস্থ্য সাথী নয়,অন্য স্বাস্থ্য বিমা দিয়েও চিকিৎসার সুবিধা পাবেন সাধারণ মানুষ|তিনি এও নিশ্চিত করেছেন যে স্বাস্থ্য দফতরে সাথে এই নিয়ে আলোচনা হয়েছে|এবং খুব শীঘ্রই ওই জমি পুরসভার হাতে এসে মাল্টি স্পেশালিটি হাসপাতালের কাজ শুরু হবে|এই মাল্টি স্পেশালিটি হাসপাতালের পরিকল্পনা বাস্তবায়ন হলে বহু সাধারণ মানুষেরই উপকার হবে বলে মনে করছে সকলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *