‘এবার দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মুরগী হতে স্পেনে গেছে মুখ্যমন্ত্রীর সাথে’:সৃজন

দেশের প্রধানমন্ত্রী কে জন্মদিনের শুভেচ্ছা,দীর্ঘায়ু কামনা,একই সাথে প্রধানমন্ত্রীর গদিটা ছেড়ে দিলে দেশের ১৪০ কোটি মানুষ বাঁচবে।আমাদের মাঝে নতুন ক্ষুদিরাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।একসময় দেব মুরগী হয়েছে, এবার দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মুরগী হতে স্পেনে গেছে মুখ্যমন্ত্রীর সাথে।বারাসতে এসে বিস্ফোরক এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

আরো পড়ুন-‘আমাদের মাঝে নতুন ক্ষুদিরাম অভিষেক,কথায় কথায় বলে ফাঁসির মঞ্চে যাব’:সৃজন

ঘৃণার মাঞ্জা কাটাকুটি করে ভালোবাসাদের উড়িয়ে দিতে ঘুড়ি উৎসবের দ্বিতীয় বর্ষের আয়োজন বারাসাত ১ এসএফআই লোকাল কমিটির। এবছর দ্বিতীয় বর্ষে পড়ল তাদের এই ঘুড়ি উৎসব। এদিন সকাল থেকেই রংবেরঙের ঘুড়ির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সকলেই মেতে উঠলেন এই ঘুড়ি উৎসবের আনন্দে। লাটাই ও ঘুড়ি নিয়ে একে অপরকে টেক্কা দিতে দেখা গেল বারাসাতের অভিযান ময়দানে। দেশের রাজনৈতিক বাতাবরণে হানাহানি ও একে অপরের প্রতি বিদ্বেষে যে সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে তার থেকে বেরিয়ে এসে একে অপরের পাশে থেকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার পাশাপাশি একত্রিত হয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এদিনের এই অভিনব ঘুড়ির মধ্যে দিয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রয়াস দেখা গেল জেলার এসএফআই এর তরুণ তুর্কীদের মধ্যে। ভালোবাসার মধ্যে দিয়ে মহৎ কাজ করা সম্ভব সে বার্তাও তুলে ধরা হল এ দিন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক স্লোগান ঘুড়ির গায়ে লিখে ওড়ানো হলো ঘুড়ি, যে বার্তা হয়ে সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছলে ভালোবাসা ছড়িয়ে পড়বে এমন চিন্তা ভাবনা নিয়েই করা হলো এই উৎসব। শুধু নেতাকর্মীরাই নন এদিনের এই ঘুরি উৎসব দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় এলাকার বাসিন্দারাও উৎসাহ নিয়ে সকলেই তাকিয়ে রইলেন আকাশের দিকে উড়লো রঙ বেরঙের ঘুরি একে অপরকে টেক্কা দিতেই হাততালি উদ্দীপনায় সরগরম হয়ে রইল এলাকা। পাশাপাশি এদিন এই ঘুড়ি উৎসবের স্থল থেকেই রাজনৈতিক বার্তাও দিলেন নতুন প্রজন্মের এই নেতৃত্বেরা। বর্তমান রাজ্য সরকার এর থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও চড়ালেন সুর। বদলাক গোটা পরিস্থিতি সেই কামনায়ও উড়লো ঘুড়ি।।
এই ঘুরি উৎসবের উদ্বোধন করলেন এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।।

আরো পড়ুন-প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা,গদিটা ছেড়ে দিলে ১৪০ কোটি মানুষ বাঁচবে:সৃজন

সৃজন মুখ্যমন্ত্রী স্পেনে যাওয়ার বিষয়ে বিন্দুমাত্র আশাবাদী নন,তিনি বলেন এর আগে দেব কে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন,কিন্ত একটা কলাও আসেনি রাজ্যে।এরপর এশিয়ার মধ্যে যখন কিছু হল না তখন লন্ডনে গেলেন।কিন্ত শিল্প পশ্চিমবঙ্গে আসছে না,শিল্প না এলেও শিল্পীরা আসেন।স্পেনে বুল ফাইট,পশ্চিমবঙ্গে আরাবুল ফাইট।পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন নতুন ক্ষুদিরাম এসেছে আমাদের মাঝে,যে কথায় কথায় বলছে ফাঁসির মঞ্চে যাবেন।এছাড়া ইন্ডিয়া জোটে তৃণমূল থাকা নিয়ে আপত্তি থেকে,বিজেপি তৃণমূলে সেটিং নিয়ে কটাক্ষ করতে ছাড়েননা সৃজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *