খুলে যাচ্ছে রাজ্যের স্কুল কলেজ

নিউজ ডেস্ক: রাজ্যে খুলছে স্কুল ও কলেজ। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুলে অষ্টম শ্রেণি থেকে পঠনপাঠন শুরু হবে। খুলতে চলেছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআইগুলি।

আরও পড়ুন-আগামী পুরভোটে জেলায় বিজেপি প্রার্থী দিতে পারবে কি না সন্দেহ কটাক্ষ অনুব্রত মন্ডলের

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৪ ও ৫ তারিখ সরস্বতী পুজোর ছুটি রয়েছে। ছাত্রছাত্রীরা যাতে সরস্বতী পুজো করতে পারে সেজন্য ৩ তারিখ থেকে খুলে যাবে স্কুল – কলেজ। অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন স্কুলেই হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে। শিক্ষকরা উপযুক্ত স্থান বেছে ক্লাস নেবেন। তবে প্রাথমিক বিভাগ এখনই খোলা হচ্ছে না।কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগের মতো পঠনপাঠন হবে। পঠনপাঠন শুরু হবে পলিটেকনিক ও আইটিআইগুলিতেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *