রাজ্য জুড়ে পরিবর্তন আসছে স্কুল পোশাকে,নীল সাদা রঙের পোশাক পরবে রাজ্যের সব ছাত্রী

পরিবর্তন হতে চলেছে স্কুল ড্রেসের রঙ। জানা গিয়েছে, ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের ড্রেসের রঙ হবে নীল সাদা। এতেই শুরু হয়েছে বিভ্রান্তি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। রাজ্যের সিদ্ধান্তকে সহমত জানালেও একাধিক স্কুলের প্রধানশিক্ষক অবশ্য জানিয়েছেন, স্কুল ড্রেসের রং বদল না হলেই ভালো হত।

আরো পড়ুন-রায়পুর চা বাগানের শ্রমিক লাইন থেকে উদ্ধার দুটি গোখরো সাপ

একই মত পড়ুয়া থেকে শুরু করে অভিভাভকদেরও। তারাও জানিয়েছেন, ড্রেসের রঙ বদল হলে গরিমা নষ্ট হবে স্কুলগুলির। এছাড়া কোন পড়ুয়া কোন স্কুলের তা চিহ্নিত করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *