জাতীয় কর্মসমিতি থেকে বাদ গিয়েছে সৌগতবাবুর নাম
নিউজ ডেস্ক: আইপ্যাক দলের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হওয়ার পর রাতারাতি তৃণমূলে গুরুত্ব বেড়েছিল সৌগত বাবুর। দল থেকে আইপ্যাক উচ্ছেদ পর্ব শুরু হতে তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন সৌগত রায়। শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের কোর কমিটির বৈঠকের পর তৃণমূলের যে জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই সৌগতবাবুর।
আরও পড়ুন-২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার করোনা আক্রান্ত, রাজ্যে ৭৬৭
দিল্লিতে দাঁড়িয়ে কলকাতায় আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দে আইপ্যাকের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বলেন, ‘বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফলের পিছনে আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ যদিও অভিষেকের এক ব্যক্তি এক পদের দাবিকেও সমর্থন করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত দলের সমস্ত পদ অবলুপ্ত করছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটিও বিলুপ্ত হয়েছে। জাতীয় কর্মসমিতি থেকে বাদ গিয়েছে সৌগতবাবুর নাম।