‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিতে ঠাকুরবাড়ির মাটি তুলে দিলেন শান্তনু ঠাকুর
বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচির মাধ্যমে ব্লক এবং জেলা স্তরের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করবে বিজেপি নেতৃত্ব। সেই মাটি পাঠানো হবে দিল্লিতে। শুক্রবার ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে বনগাঁ সাংগঠনিক জেলায় এই কর্মসূচির সূচনা হলো।
আরো পড়ুন-মহকুমা প্রতিশ্রুতির ম্যাজিক কি তবে এনে দিল ঘাসফুল শিবিরকে ধূপগুড়িতে জয়..
এদিন কেন্দ্র প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঙ্ঘাধিপরি শান্তনু ঠাকুর নিজের হাতে ঠাকুরবাড়ির মাটি কলসিতে বয়ে জেলা সভাপতি দেবদাস মণ্ডলের হাতে তুলে দেন।
আরো পড়ুন-‘তেলা মাথায় তেল..’ মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কটাক্ষ ডিএ আন্দোলনকারীদের
দেবদাস মন্ডল এবং শান্তনু ঠাকুর জানান, বনগাঁ সংগঠনিক জেলা বিভিন্ন জায়গার মাটি ব্লক থেকে জেলায় পাঠাবে, জেলা রাজ্যে পাঠাবে এবং রাজ্য সেই মাটি দিল্লি পাঠাবে।