তৃণমূল তার গলায় ১০৭টা মামলা ঝুলিয়েছিল,এখন গুণধর হয়েছে:অর্জুনকে কটাক্ষ শমিকের
অর্জুন সিং নিজের প্রয়োজনে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তৃণমূল কংগ্রেস তার গলায় ১০৭ টা মামলা ঝুলিয়েছিল। গদ্দার হিসেবে চিহ্নিত করেছিল, নামের আগে সমাজবিরোধী বসিয়ে দিয়েছিল। এখন তৃণমূলে গিয়ে গুণধর হয়েছে।বিজেপি ছেড়ে অর্জুন সিং চলে যাওয়ার আগে বলেছিল কেন্দ্রীয় সরকার জুট শিল্প বিরোধী ।কিন্তু কেন্দ্রীয় সরকার তার কমিটমেন্ট রেখেছে কিন্তু যে রাজ্যের মাটিতে জুট শিল্প চলে সেই রাজ্য সরকারের ভূমিকা কি। অর্জুন সিং তৃণমূলে এলো কি বিজেপি ছাড়লো তা নিয়ে এ রাজ্যের শ্রমিকদের পেট ভরবে না।
আরো পড়ুন-‘চোর’ তৃণমূলের কাছ থেকে কারখানা গড়ার নিশ্চয়তা নিশ্চই পেয়েছেন সৌরভ:রুদ্রনীল
হরিদেবপুরে বোমা পাওয়া নিয়ে শমীক ভট্টাচার্য বলেন এক সময় বোমাটা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। সত্তরের দশকে কলকাতাতেই বোমা ছিল। কংগ্রেসি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ব্যবহার হতো। কিন্তু এই কলকাতার বোমা গ্রামের প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার বিকেন্দ্রীকরণের ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেকোনো প্রতিবাদী মুখ তৃণমূল কংগ্রেসের জামানায় বেঁচে থাকতে পারবেন না।
বিজেপিতে তৃণমূল ও সিপিএমের যোগদান নিয়ে শমীক ভট্টাচার্য বলেন যে এটা কোঠাবাড়ি নয় যার যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে।। আমরা সিপিএম তৃণমূল থেকেই লোক নিয়েছিলাম সুস্থ সরকার করবার লক্ষে যারা প্রয়োজন মনে করেছে তারা চলে গেছে।মধ্যমগ্রাম এর একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে শমীক ভট্টাচার্য এ কথা বলেন