বাড়িতে পানিয়জলের লাইন কাটার খবর করতে যাওয়ায় সাংবাদিকের উপর হামলা নবদ্বীপে!
২ রা জানুয়ারি ২০২৩ নবদ্বীপ-:-
নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে প্রফুল্ল নগর এলাকায় এদিন সংবাদ মাধ্যমের কর্মীদের উপড় ফের আক্রমন করা হল। জানা যায়, এদিন ওই এলাকায় একটি খবর করতে যায়,CN বাংলার সাংবাদিক প্রসেনজিৎ চৌধুরী তার ক্যামেরা ম্যানদের সঙ্গে নিয়ে। সেই সময় ওই এলাকার একদল তৃনমুলের দুষ্কৃতী তাদের উপর হামলা করে।
আরো পড়ুন-‘রামকে ভয় পাওয়ার কি আছে? রামই তো উদ্ধার করেন’:অভিষেকের কটাক্ষ দিলীপের
এর আগেও একই ঘটনা ঘটেছে CN বাংলার সাংবাদিকের উপর ,এমনকি তার বাড়িতেও গুলি চালিয়ে বাড়িতে ভাংচুর চালানো হয় রাতের অন্ধকারে।গত কিছুদিন আগে বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে খবর করার জন্য এবং নবদ্বীপ শহরে প্রবেশ পথ দিয়ে শহরে ঢোকার বিভিন্ন রাস্তায় নবদ্বীপ পৌরসভার বেআইনি টোল ট্যাক্স আদায় এর খবর করার জন্য।
একের পর এক নবদ্বীপ পৌরসভা ও তৃণমূলের নেতা ও কর্মীদের এইসব দুর্নীতির বিরুদ্ধে খবর সাধারন মানুষের সামনে তুলে ধরার জন্য CN এর সাংবাদিক ও ক্যামেরা ম্যানদের উপর আক্রমন করা হচ্ছে। এদিন তারই প্রতিফলন পুনরায় দেখা গেল।
এদিন এর ঘটনা, নবদ্বীপ পৌরসভার প্রফুল্ল নগর এলাকায় এক বাড়ির পানীয় জলের লাইন কাটার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার অধিবাসী দিলীপ অধিকারীর পরিবারের সাথে সাংবাদিকরা কথা বলতে গেলে তখনি বেশ কিছু দুষ্কৃতী ও তৃণমূলী গুন্ডা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
জানা যায় ,নবদ্বীপ পৌরসভায় পানীয় জলের জন্য দিলীপ অধিকারীর আবেদনের ভিত্তিতে পৌরসভার পক্ষ থেকে গত ২৩ শে ডিসেম্বর ২২,জলের লাইন দেওয়া হয় , এবং সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা চাওয়া হয়। সেই মুহূর্তে টাকা না দিতে পারায় তারা সেদিন চলে যান। এবং কোন রকম নোটিশ ছাড়াই গত ২০২২ সালের শেষদিন ৩১ শে ডিসেম্বর হঠাৎ করে সরকারি পানীয় জলের কল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পৌরসভার কর্মীদের বিরুদ্ধে।
আরো পড়ুন-‘সরকারি কোনো কাজ কোনো পরিকল্পনার পেতে হলে বিনা পয়সার হবে না’:তৃণমূলকে কটাক্ষ দিলীপের
পাশাপাশি এই বিষযে তাদের মন ভালোযোগ করেছেন বাড়ির মালিক দিলিপ অধিকারী। তবে পুনরায় সরকারি জল সরবরাহের সুবিধা পেলে শারীরিকভাবে অসুস্থ অধিকারী দম্পতির পরিবার অনেকটাই উপকৃত হবে বলে জানান তাঁরা। এই বিষয়ে ওই এলাকার তৃণমূল এর নিবাচিত কাউন্সিলর পারুল দেবনাথ বলেন তিনি এসবের কিছুই জানেন না।
এছাড়া এরকম কোন অভিযোগ নিয়ে তার কাছে এখনো পর্যন্ত ওই অধিকারি দম্পতি আসেননি বলেও দাবি করেন তিনি।