কালিন্দী নদীর বাঁধে দেখা দিল ফাটল,মেরামতির কাজ শুরু করল স্থানীয় প্রশাসন

গত কয়েকদিন আগে নবান্ন থেকে সতর্কতা জারি করেছিল যে নদীতে বান আসতে পারে আর তাই পূর্ণিমার ভরা কোটালের ফলে পুনরায় নদী প্লাবিত হল। ফাটল দেখা দিল বাঁধে আর তাই আতঙ্কে রাত কাটাতে হচ্ছে বানভাসি মানুষের।

বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স‍্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের আমেরিয়া গ্রামে প্রায় ৩০০ ফুটের কালিন্দী নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে| গতকাল শুক্রবার রাতে নদীর জোয়ারের জল এত পরিমান বেড়ে গিয়েছিল যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কালিন্দী নদীর বাঁধ ।

আজ শনিবার সকাল থেকে কাজে হাত লাগিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। মাটির বস্তা, বাশ,প্লাস্টিক ইট দিয়ে বাধের কাজ শুরু হয়েছে।

দ্রুত বাধ মেরামতি করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন,যাতে বড় বিপর্যয় না হয় ।তার জন্য সব রকম ভাবে কালিন্দী নদীর বাঁধ মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একে যশের আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি এখনো বিস্তীর্ণ সুন্দর মনের মানুষ।  আবার নতুন করে যদি নদীতে বান আসে তাহলে আরো ভয়ঙ্কর হবে এইসব এলাকাগুলো। এখনো বেশ কিছু গ্রামে নোনা জল ঢুকে রয়েছে। তার ওপর নতুন করে কালিন্দী নদীর পারের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *