ফের তোলাবাজির প্রতিবাদী ছাত্রদের হোস্টেলের ঘরে ঢুকে হুমকি তৃণমূল ছাত্র পরিষদের
এক সপ্তাহ কাটতে না কাটতে ফের তোলাবাজির প্রতিবাদী ছাত্রদের হাসপাতালের হোস্টেলের ঘরে চড়াও হয়ে হুমকির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের ছাত্রদের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সাগর দত্ত মেডিকেল কলেজের ছাত্রাবাসে।
আরো পড়ুন-কুণাল ঘোষের সঙ্গে আলোচনায় পর আপাতত আন্দোলন প্রত্যাহার ২০০৯ চাকরিপ্রার্থীদের
ঘটনার অভিযোগ জানানো হয়েছে কামারহাটি থানায় ও সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু অভিযোগের পরেও কোন রকম কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। তাই দিনের পর দিন চড়াও ও হুমকির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তোলাবাজির প্রতিবাদী ছাত্ররা। তৃণমূল ছাত্র পরিষদ তাদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে…