জাতীয় সড়কে গাড়ি দাড় করিয়ে চাঁদার হয়রানি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার

গতকাল রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কের ওপর গাড়ি দাড় করিয়ে জোর করে চাঁদা আদায় করার খবর আসে|খবর পেয়ে সেখানে পৌছয় পুলিশ|তবে চাঁদার হয়রানি রুখতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসার|

আরো পড়ুন-ভাইফোঁটায় অ্যাকাউন্টে ২০০০ করে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী!জেনেনিন কারা পেল এই টাকা

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ধূপগুড়ির আংরাভাসা এলাকায় কালীপুজোর জন্য জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে চলছিল চাঁদা আদায়। খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে যান অতিরিক্ত পুলিশ সুুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন পুলিশ অফিসার। তাঁকে চিকিৎসার জন্য ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন-ফের শাসকের রোষে নাটক!উৎপল দত্তের ‘ব্যারিকেড’ নাটকে বাঁধার অভিযোগ

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আংরাভাসা এলাকায়। এরপর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *