মৃত দেহের অংশ মাটির মধ্যে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য বোলপুরে
বোলপুর থানার সিয়ান বারুইপাড়া গ্রামে মঙ্গলবার সাতসকালে মৃত দেহের অংশ মাটির মধ্যে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বোলপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপাড়া এলাকায় আদিবাসীদের একটি কবরস্থান রয়েছে, এদিন সকালে সেখানে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখা অবস্থায় মৃতদেহের অংশবিশেষ দেখতে পাওয়া যায়।
স্থানীয়দের দাবি ওই এলাকার পাশেই একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সম্ভবত মৃতদেহটি সেই মেডিকেল কলেজে ব্যবহার করা হয়েছিল,তারপর তা পুঁতে দিয়েছে আদিবাসীদের এই কবরস্থানে।
এই ঘটনার জেরে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এসে পৌঁছায়।পরে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেই মৃত দেহের অংশ তুলে নেওয়া হয়। তবে মৃতদেহটি কার বা কারা তা পুঁতে দিয়ে গিয়েছে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো।
বোলপুর থানার পুলিশ মৃতদেহটির অংশগুলিকে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। অন্যদিকে আদিবাসী মানুষরা তাদের কবরস্থানকে অপবিত্র করার জন্য এলাকায় অশান্তি শুরু করে।পরে পুলিশ ও প্রশাসন সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
|
|
|