নদী নিয়ে নারকীয় যন্ত্রণায় এলাকার মানুষ!
নাব্যতা হারিয়ে মৃত প্রায় চৈতা নদী । নদী মজে যাওয়াতে সমস্যায় বনগাঁ ও গাইঘাটা ব্লকের কয়েক হাজার কৃষক , মৎস্যজীবী সহ এলাকার মানুষ । জলের অভাবে কৃষকদের পাট ভেজানো নিয়ে তৈরি হয়েছে সমস্যা। বর্ষার মৌসুমে নারকীয় যন্ত্রণায় ভুগতে হয় এই এলাকার মানুষের ।
আরো পড়ুন-ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্রোহ করে ইস্তফা টাকি পুরসভার ৫ তৃণমূল কাউন্সিলরের
বর্ষা এলে বাড়ি বাড়ি জল ঢুকে যায় বন্যা পরিস্থিতি তৈরি হয় এলাকায় । বনগাঁ ব্লকের গোপালনগরের রামচন্দ্রপুর এলাকার ঘটনা । এই নদী বনগাঁর গোপালনগর এলাকার ইছামতি নদী থেকে শুরু হয়ে গাইঘাটার যমুনা নদীতে মিশেছে প্রায় ।
আরো পড়ুন-‘গোটা ঘটনার কিংপিন হচ্ছেন সৌরভ’:যাদবপুরকান্ডে দাবি বিশেষ সরকারি আইনজীবির
বাসিন্দারা একাধিকবার প্রশাসনের দরবার করেছেন কিন্তু তাতে কোন ফল মেলেনি । দ্রুত নদী সংস্কার হোক দাবী বাসিন্দাদের। অতীতে এই নদীতে জোয়ার ভাটা খেলতো । দ্রুত নদী সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ ।