নদিয়ার জালালখালি স্টেশনে রেল দাঁড়ানোর দাবিতে রেল অবরোধ সাধারণ যাত্রীদের

নদিয়ার জালালখালি স্টেশনে রেল অবরোধ করা হয়|অবরোধকারীদের দাবি প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড় করাতে হবে| শিয়ালদা শাখার পূর্ব রেলের এটি বৃহত্তম মেন লাইন যা শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার পূর্ব রেলের শাখা|

আরো পড়ুন-গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে পেটে লাথি মারার অভিযোগ ৩ তৃণমূল নেতা সহ অনুগামীদের বিরুদ্ধে

আজ সকাল ছ’টা থেকে রেল অবরোধ শুরু করে এলাকার সাধারণ নাগরিক |তাদের দাবি সমস্ত লোকাল এবং লালগোলা ট্রেন ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেনকে দাঁড়াতে হবে|তারা জানান দীর্ঘদিন ধরেই এই সমস্যায় পড়ে বহুবার জানানোর পরও আজও সমস্যার সমাধান হয়নি,মিলেছে শুধু আশ্বাস| তাই আজকে দিনভর কর্মসূচি রাখলেন আন্দোলনকারীরা| রেল অবরোধ করার ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *