‘নেতাজির বিরোধীরাই আজ তাঁর বড় দরদী হয়ে উঠেছেন’ কটাক্ষ শমীক ভট্টাচার্যর
নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বিতর্কে এবার একযোগে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমকে কটাক্ষ করলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘নেতাজি সারা দেশের। তাঁকে বাঙালি প্রমাণ করতে নোংরা রাজনীতি করছে বিরোধীরা।’
কংগ্রেসকে আক্রমণ করে শমীকবাবু বলেন, ‘নেতাজি বাংলার ভোটে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হননি। তিনি পঞ্জাব ও মহারাষ্ট্রের ভোটে কংগ্রেস সভাপতি হয়েছিলেন। স্বাধীনতার আগে ও পরে নেতাজির ইতিহাস ভোলানোর চেষ্টা করেছে কংগ্রেস। স্বাধীনতার পরও ৬ দশক তারা নেতাজির পরিবারের সদস্যদের ওপর নজরদারি চালিয়েছে। সেই কংগ্রেসের ঐতিহ্য নিয়ে গঠিত তৃণমূল আজ নেতাজি দরদী হয়ে উঠেছে।’
আরও পড়ুন-বাঘের সংখ্যা জানতে ক্যামেরা বসানোর কাজ শুরু হল
তিনি বলেন, নেতাজি শুধু বাংলার একার নন। নেতাজি গোটা দেশের। ১২৫তম জন্মদিনে নেতাজিকে যথার্থ সম্মান জানানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। তাঁর জন্মদিন পালনের জন্য প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তার পরও নেতাজিকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিরোধীরা।
শমীকবাবু এদিন প্রশ্ন করেন, প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নির্বাচনের জন্য প্রতিটি বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে তৈরি কমিটি রয়েছে। তারা এর আগে একাধিকবার পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দিয়েছে। তাহলে বিতর্ক হচ্ছে কেন?