২৬ শে জানুয়ারি জেলা জুড়ে নাশকতা বিরোধী অভিযানে নামলো জলপাইগুড়ি পুলিশ
নিউজ ডেস্ক: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থা গুলোর পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেবার বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে।
আরও পড়ুন-বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের, বাড়ল সোনার দাম
তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্তের নেতৃত্বে, জেলা শহরের বিভিন্ন হোটেল গুলোতে অভিযান চালানো হচ্ছে, শহরের হোটেল গুলোতে বাইরে থেকে আসা আবাসিকদের পরিচয় পত্র যেমন দেখা হচ্ছে তার পাশাপাশি সন্দেহজনক কিছু মনে হলে চলছে জিজ্ঞাসাবাদ।
এই প্রসঙ্গে জেলা পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন, আসন্ন প্রজাতন্ত্র দিবসের দিনে শহর এবং জেলায় শান্তি সুরক্ষা বজায় রাখার পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা মূলক কাজ কে বিফল করতেই এই বিশেষ অভিযান চলছে।