নেতাজির জন্মদিন ‘জাতীয় ছুটি’ ঘোষণা করা হোক, কেন্দ্রের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিউজ ডেস্ক: রবিবার গোটা দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করছেন। আজকের এই বিশেষ দিনটিকে ‘জাতীয় ছুটি’ ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী নেটমাধ্যমে লেখেন, ‘আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এর ফলে গোটা জাতি নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারবে এবং ‘দেশনায়ক দিবস’ পূর্ণমর্যাদায় পালন করতে পারবে।’
আরও পড়ুন-৩০ জানুয়ারি থেকে বাড়ছে ব্রেকফাস্টের খরচ, মাথায় হাত মধ্যবিত্তের
২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নেতাজির জন্মদিনের দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হয় বিজেপির তরফে।
নেতাজির জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘নেতাজির জন্মজয়ন্তিতে তাঁর কাছে মাথা নত করছি। আমাদের জাতির জন্য তাঁর যে আত্মত্যাগ, তা প্রত্যেক ভারতবাসীর গর্ব।’
আরও পড়ুন-শিলিগুড়ি জংশনে বোমাতঙ্ক,ঘটনাস্থলে সিআইডি বোম স্কোয়াড
বাংলার মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন প্যারেডে নেতাজিকে নিয়ে ট্যাবলো করা হবে। সঙ্গে ‘বাংলা প্ল্যানিং কমিশন’ গঠন করা হবে জানিয়েছেন তিনি। যা দেখভাল করবে রাজ্যের বিভিন্ন পরিকল্পনা।
এছাড়া তিনি জানান, ‘আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ‘জয় হিন্দ বিশ্ববিদ্যালয়’ তৈরি করা হবে। এই বিশ্ববিদ্যালয় তৈরিতে রাজ্য ১০০ শতাংশ অর্থ দেবে।’