উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ, পাশ করানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ

নিউজ ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের ছাত্রীরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় ছাত্রীদের এই আন্দোলনের জেরে, দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চোপড়া গার্লস হাই স্কুলের বেশিরভাগ ছাত্রীরাই উত্তীর্ণ হতে পারেনি। এই ব্যাপারে উত্তীর্ণ হতে না পারা ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করতে গেলে, প্রধান শিক্ষিকা এ ব্যাপারে কোন সমাধান সূত্র দিতে না পারায়, সবাইকে পাশ করানোর দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচী বলে জানিয়েছে আন্দোলনকারী ছাত্রীরা। তাদের বক্তব্য, পরীক্ষা না নিয়ে কিভাবে শুধু প্রজেক্টের নম্বরের ভিত্তিতে তাদেরকে ফেল করানো হল তা বুঝতে পারছেন না তারা। স্কুলের ১০১ জন ছাত্রীর ফেল করার পেছনে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন আন্দোলনকারীরা। যেভাবে মাধ্যমিকে সবাইকে পাশ করানো হয়েছে, সেভাবেই উচ্চমাধ্যমিকে সবাইকে পাশ করানোর দাবী জানিয়েছেনে আন্দোলনকারী ছাত্রীরা।

অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা। প্রধান শিক্ষিকা জানান, মাধ্যমিকে ১০০% ছাত্র-ছাত্রী পাশা করলেও, উচ্চ মাধ্যমিকে ৯৭% ছাত্রছাত্রী পাশ করেছে এবং ৩% ছাত্রছাত্রী ফেল করেছে। মাধ্যমিকের রেজাল্ট ও একাদশ শ্রেণীর প্রজেক্ট এর নম্বর এবং একাদশ শ্রেণির যে কটি পরীক্ষা হয়েছে, তার নম্বরের উপর ভিত্তি করেই এবারে উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি করা হয়েছে। মাধ্যমিকে নম্বর দেওয়ার দায়িত্ব বিদ্যালয়গুলির উপর থাকলেও, উচ্চ মাধ্যমিকে তা হয়নি। আর এর ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের ভুল বোঝাবুঝি হচ্ছে বলে অভিযোগ করেছেন চোপড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা।

ছাত্র-ছাত্রীদের আন্দোলনের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে। সকাল ১০ টা থেকে কয়েক ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিক সহ শিক্ষা আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে, আন্দলোনকারী ছাত্রীদের বোঝানোর পর অবরোধ তুলে নেন তারা। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *