মমতার জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদির!
আজ অর্থাৎ ৫ জানুয়ারি সরকারি নথি অনুযায়ী আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন|প্রতি বছরই এই দিনে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি|রীতি মত এবারেও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী|
রবিবার সকালে সোশাল মিডিয়ায় মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি।
আরো পড়ুন-দ্বিতীয় হুগলি সেতুতে সাংসদ বনাম মন্ত্রীর বচসা!যানজটের সৃষ্টি সেতুতে
রাজনৈতিক ময়দানে যতই তিক্ততা,লড়াই এবং বিরোধীতা থাকুক না কেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই বিশেষ দিনে তাকে সৌজন্যবশত শুভেচ্ছা পাঠাতে কখনো ভোলেন না প্রধানমন্ত্রী নরেন্দির মোদি|