লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী
২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান|আর সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি|এমনটাই খবর বিজেপি সূত্রে|
আরো পড়ুন-রাখা যাবে না প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম!ফলক বিতর্কে বিশ্বভারতীকে নির্দেশ কেন্দ্রের
অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম আয়োজিত এই লক্ষকণ্ঠের গীতাপাঠের এই অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে হতে চলেছে|শুক্রবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।আর সেই আমন্ত্রণে
তৎক্ষণাৎ সারা দিয়েছেন প্রধানমন্ত্রী|এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি|
আরো পড়ুন-আমহার্স্ট স্টিট থানায় পিটিয়ে খুনের ঘটনার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সজল ঘোষ
জানা যাচ্ছে,২৪ ডিসেম্বরের সকাল ৯টায় ২০ হাজার ৮টি শাঁখের ধ্বনিতে শুরু হবে অনুষ্ঠান|সেই অনুষ্ঠানে অংশ নেবেন মঠ-মিশনের আশ্রমিক,স্কুল পড়ুয়া, প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও।