সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, নেতাজির জন্মদিনে পদযাত্রা বাতিল
নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে নেতাজি সুভাষতন্দ্র বসুর জন্মদিনে রেড রোড থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেবে নবান্ন। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানও সংক্ষিপ্ত করার কথা ভাবছে নবান্ন। রাজ্যে কড়া কোভিড–বিধি জারি করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে কিছু ছাড় দিলেও বন্ধ রয়েছে স্কুল–কলেজ–বিনোদন পার্ক। রাতে চলছে কার্ফু।
আরও পড়ুন-‘বাংলায় কি বিজেপির মৃত্যু হতে চলেছে?’ আবার বিস্ফোরক তথাগত
মুখ্যমন্ত্রী এবার নেতাজির জন্মদিনে রেড রোড থেকে শ্যামবাজার, নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে সেটা বাতিল হতে পারে । বেশি লোককে আমন্ত্রণ জানানো হবে না সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২,৬৪৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ।