বহরমপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে রেলগেটের কাজ চলার জন্য যান চলাচলে স্থগিতাদেশ

মুর্শিদাবাদ : বহরমপুর পঞ্চানন তলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রেলগেটের কাজ চলার জন্য সমস্ত রকম যান চলাচলে স্থগিত আজ্ঞা জারি করা হয়েছে।

বহরমপুর সদর ট্রাফিক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী ১১ ই ডিসেম্বর, ১৪ ই ডিসেম্বর, ১৮ই ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর ২০২০ -এই দিনগুলি রাত্রি আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে, বহরমপুর পঞ্চানন তলা রেলগেট রাস্তা ও রেললাইন (নং -১৩২) মেরামতের জন্য।

যেসব গাড়িগুলি ফারাক্কা থেকে কলকাতাগামী, সেই গাড়ি গুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন মোরগ্রাম থেকে পাঁচগ্রাম, খরগ্রাম, কুলিয়া, ফুটিসাকো হয়ে সাত নম্বর রাজ্য সড়ক ধরে বর্ধমানের দিকে যায়। অন্যদিকে নলহাটি ও সিউড়ি থেকে কলকাতাগামী গাড়ি গুলি নাগপুর চেকপোস্ট থেকে পাঁচগ্রাম খরগ্রাম কুলি ফুটিসাকো হয়ে বর্ধমানের দিকে চলে যেতে পারবে বলে জানানো হয়েছে। বহরমপুর সদর ট্রাফিক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে সকল গাড়ির চালকের কাছে আবেদন রেখেছে যে তারা যেন এই বিজ্ঞপ্তিটি মেনে চলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *