সেফ হাউজের ছাদ থেকে ঝাঁপ এক করোনা রোগীর
নিউজ ডেস্ক: বিভিন্ন কারণে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা দিচ্ছে হীনমন্যতা। সাধারণ মানুষের থেকে নিজেদের দূরত্ব অনেকেই ভাল মনে মেনে নিতে পারছেন না।বেশ কিছু মানুষের মনে কাজ করছে বাড়ি ফিরে তারা হয়তো স্বাভাবিক জীবন পাবেন না। আর সেই থেকেই ঘটে যাচ্ছে একের পর এক অঘটন।
এবার সেফ হাউজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক করোনা রোগীর। মৃতের নাম অজিত মাহাতো। তার বাড়ি দক্ষিন দিনাজপুরের বংশিহারি ব্লকের বদলপুরে। বুনিয়াদপুরের বংশীহারী আইটিআই কলেজের দোতালার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
মৃত ব্যক্তির ভাই সুশান্ত মাহাতো জানান, গত ৩ তারিখে দাদার পরীক্ষা হয়, ৫তারিখ রাতে করোনা পজিটিভ জানতে পারেন, ৬ তারিখ সকালে সেফ হাউজে ভর্তি করা হয়। এদিন সকালে তার ঝাঁপ দেওয়ার ঘটনা জানতে পারেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ৪৪ ছিল বছর। আপাতত দেহ সৎকারের ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।