নিউটাউনে গুলি কিনতে এসে ধৃত বরানগরের ন’পাড়ার বাসিন্দা
নিউটাউনে গুলি কিনতে এসে ধৃত বরানগরের ন’পাড়ার বাসিন্দা রাজা দাস।নিউটাউন এর ইকোপার্ক থানার পুলিশ গতকাল রাতে আকাঙ্খা মোড় এলাকা থেকে গ্রেফতার করে তাকে।উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি।
ধৃত রাজা দাসের অভিযোগ,তার স্ত্রীকে দিনের পর দিন রেপ করতো তার পাড়াতেই ভাড়া থাকতো এক ফুচকা বিক্রেতা।এর পর দুজন সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলবে।রাজার স্ত্রী তাকে একটা অস্ত্র জোগাড় করতে বলে।সেই মত একটি অস্ত্র জোগাড় করে , একটি গুলি নেয় কিন্তু একটি গুলিতে হবে না বলে আরো গুলি কিনতে নিউটাউনে আসে।
পুলিশ খবর পায় যে নিউটাউনে এক ব্যক্তি গুলির স্যাম্পেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই মতো পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে।জিজ্ঞাসাবাদে সব ঘটনা জানায়।এর পর তাকে গ্রেফতার করা হয়।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।