‘খুন করেছে মমতার পুলিশ, লড়তে চাইলে আনিসের বাবার পাশে আছি’ জানালেন শুভেন্দু
নিউজ ডেস্ক: আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) । তিনি বলেন, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের নির্দেশে হয়েছে এই খুন।
আরও পড়ুন-সিবিআই নিরপেক্ষ নয়,আনিস খান হত্যা কান্ডে সিটের ওপরেই ভরসা ফিরহাদ হাকিমের
তিনি বলেন, ‘আনিস খানকে খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পুলিশ সুপার সৌম্য রায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের নির্দেশে পুলিশ ওকে খুন করেছে। ফোন করে খুনের নির্দেশ দেওয়া হয়েছে। এএসআই – কন্সটেবল কী করবে? এদের কেন সাসপেন্ড করা হচ্ছে?’
তিনি বলেন, ‘আনিস খান হত্যার তদন্তে সিট কিছু করতে পারবে না। সিবিআই চাই। আনিসের বাবা যদি সত্যিই আদালতে লড়াই করতে চান তাহলে শুভেন্দু অধিকারী তাঁর সাথে আছে। নীচুতলার পুলিশকর্মীদের বলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর IPSদের বাঁচানোর চেষ্টা করবেন।’
আরও পড়ুন-কোলন থেকে বেরিয়ে এল কাঁচের গ্লাস, ‘গিলে ফেলেছিলাম,’ জানালেন রোগী
মঙ্গলবার এদিন ৩ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। সেখানে রয়েছেন একজন এএসআই, একজন কন্সটেবল ও একজন হোম গার্ড।