‘শুধু নেতাজির মূর্তি বসিয়ে সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানানো যায় না’,কটাক্ষ মমতার
নিউজ ডেস্ক: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তুলোধোনা করলেন বিরোধীদের।
আরও পড়ুন-‘মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না’, নেতাজি জন্মজয়ন্তীতে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের
এদিন এই বিষয়টি নিয়ে মমতা বলেন, ‘আজ ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীদের পুষ্পার্ঘ্য নিবেদনের কর্মসূচি চলবে রাজ্যজুড়ে। তারপর ১৫–২১ অগস্ট এই কর্মসূচি ফের পালন করা হবে। তাম্রলিপ্ত সরকারের জন্য তমলুকে অনুষ্ঠান করা হবে। একইসঙ্গে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পুস্তিকা প্রকাশ করা হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তুলোধনা করে বলেন, ‘নেতাজি শুধু বাংলার নন, তিনি দেশের, তিনি গোটা বিশ্বের। বাংলায় যোজনা কমিশন গড়ে তোলা হবে। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জার।’