জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে কাননের প্রশংসায় দিদি!
আজ জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান ছিল|উদ্বধনে এত বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখে শোনা যায় তৎকালীর কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় তথা দিদির এক সময়ের আদরের কাননের নাম|
আরো পড়ুন-আইডি ব্যবহার করে অন্য কেউ ঘর তুলে নিয়েছে,তাই সরকারি খাতায় নাম থাকলেও,ঘর পাননি!
২০১০ সালে শিলান্যাস হওয়া মেট্রো প্রজেক্টের উদ্বোধন হল ৩০ ডিসেম্বর ২০২২-এ এসে।উদ্বোধনী মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় শোভন চট্টোপাধ্যায়ের নাম|২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের উপস্থিতিতে জোকা-তারাতলা মেট্রোর শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন-বন্দে ভারত উদ্বোধনী অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে ক্রুদ্ধ মমতা!উঠলেন না মঞ্চে
বলেন, ”আজ আমার খুব আনন্দের দিন। আমার স্বপ্নের প্রজেক্ট আজ প্রাণ পেল। আমি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রজেক্টের শিলান্যাস করেছিলাম। আমি আজকে তৎকালীন কলকাতা কর্পোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই। সেসময় ও জোকা, তারাতলা সহ সমস্ত মেট্রো স্টেশনগুলির জন্য জমি সংগ্রহ করে। ধন্যবাদ বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকেও।”এত বছর পর মমতার মুখে শোভনের নাম শুনে শোরগল পড়েছে বঙ্গ রাজনীতিতে|তবে কি বাস্তবেই দূরত্ব গুঁছে,এবার ফের ঘাসফুল শিবিরে সক্রিয় ভাবে দেখা যেতে পারে শোভনকে?তারই কি আভাস আজ দিলেন মমতা?এই নিয়ে জল্পনা তুঙ্গে…উল্লেখ্য,এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তার সান্নিধ্যে আসার চেষ্টায় দেখা গিয়েছে শোভন-বৈশাখীকে|নবান্নে গিয়ে দেখা করেন একবার এই যুগল,তারপর ভাইফোঁটাতেও মুখ্যমন্ত্রীর বাড়িতে যান দুজনে|