‘কেষ্টকে আটকে রেখে দিয়েছে যাতে পঞ্চায়েত ভোট করতে না পারে’:ফের কেষ্টর পাশে তৃণমূল সুপ্রিমো
উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে কপ্টার দুর্যোগে পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তাই আজ বীরভূমের দুবরাজপুরে ভারচুয়ালি বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো|এদিন পঞ্চায়েতের প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ফের ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মন্ডলের পাশে দাড়ালেন দলনেত্রী|
আরো পড়ুন-চ্যালেঞ্জ নিয়ে বলছি ১০০টা শুভেন্দুর এই জেলায় কোন সিট জেতার ক্ষমতা নেই:বিশ্বজিৎ দাস
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”
আরো পড়ুন-মূল্যবৃদ্ধি এবং কালো বাজারি আটকাতে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ!রাজ্য টাস্ক ফোর্সের হানা
এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা।এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন,”রাজ্য সরকার মানুষের জন্য অনেক কাজ করছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ এসে টাকা ও মদ দেবে। কিন্তু তাঁকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমশ। গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এই সবের কোনও সুরাহা নেই। কেউ যদি কোথাও কোনও ভুল কাজ করে, তবে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। আমরা ব্যবস্থা নেব।”