মালদা মেডিকেল কলেজে করোনা আক্রান্তদের জন্য বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা
নিউজ ডেস্ক: নিত্যদিন বাড়ছে মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই জেলার প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে করোনা আক্রান্তদের বেড প্রায় পরিপূর্ণ। ফলে যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তবে জেলায় এখনও অক্সিজেনের ঘাটতি নেই বলেই জানিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাড়ান হচ্ছে করোনা আক্রান্তদের জন্য বেডের সংখ্যাও।
জানা গেছে, এই মুহূর্তে ১৫৫ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে করোনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা সংক্রমণ মালদায় বৃদ্ধি পাওয়ায় আরো ৫০ টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। একসময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৫টি বেড থাকলেও সেটি কে বাড়িয়ে ২০০ তে পরিণত করা হয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬১ জনের এই পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর।
অন্যান্য মেডিকেল কলেজগুলোতে অক্সিজেনের সংকট দেখা দিলেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমানেই অক্সিজেনের রয়েছে। অক্সিজেনের কোনো ঘাটতি এখনো পর্যন্ত দেখা যায়নি বলে দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। তবে অক্সিজেনের পরিমাণ কিভাবে আরও বাড়ানো যায় তাও আলোচনা করা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে। পাশাপাশি এই করোনা সংক্রমণে সাধারণ মানুষকে সরকারি বিধি মেনে চলার বার্তা দিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।