বিতর্কের মাঝেই লোকসভা ভোটের আগে দলে পদোন্নতি মহুয়ার!
ঘুষের বিনিময়ে প্রশ্ন-কাণ্ডে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি।তবে তার ছাপ পড়ল না দলে মহুয়ার জায়গা নিয়ে|বরং পদন্নতি হয়ে গুরু দায়িত্ব পেলেন মহুয়া|
আরো পড়ুন-অগ্নিগর্ভ জয়নগর!তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন
লোকসভা ভোটের আগে সোমবার জেলায় জেলায় সাংগঠনিক রদবদল করেছে তৃণনূল। সেই তালিকায় কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসেবে নাম রয়েছে মহুয়া মৈত্রের।আগের সভাপতি কল্লোল খাঁ-য়ের জায়গায় সভানেত্রীর পদে প্রত্যাবর্তন হল মহুয়ার।
আরো পড়ুন-সাদা কাগজে সই করিয়েছিলেন ‘সাহেব’!দাবি মন্ত্রীর পরিচারক রামস্বরূপের
দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কৃষ্ণনগরের মানুষের জন্য সবসময় তিনি দলের সঙ্গে থেকে কাজ করবেন।