সিঙ্গুরের তাপসী মালিক ধর্ষণ-খুনের মামলায় মূল অভিযুক্ত বাম নেতা সুহৃদ দত্তের মৃত্যু

প্রয়াত সিঙ্গুরের বাম নেতা এবং তাপসী মালিক ধর্ষণ-খুনের মামলায় মূল অভিযুক্ত সুহৃদ দত্ত।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আরো পড়ুন-২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সুহৃদ দত্ত|দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি|এক চর্ম রোগের জন্য প্রচুর ভুগতে হয়েছিল তাকে|চর্ম রোগের দরুণ পা দিয়ে রক্ত ঝরত তার|তাঁর অভিযোগ, লাই ডিটেক্টরের সামনে বসানোর সময়ে পায়ে হাতে রাসায়নিক লাগিয়ে দেওয়া হয়েছিল। অনুমতিও নেওয়া হয়নি। পায়ে ঘা হয়ে যায়।

আরো পড়ুন-‘আমার লুকানোর কিছু নেই…তাই এসেছি’:সিজিওতে ৬০০০ পাতার নথি দিয়ে জানালেন অভিষেক

উল্লেখ্য,সিঙ্গুরের তাপসী মালিককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই সময় তিনি ছিলেন সিঙ্গুরে সিপিএম জোনাল কমিটির সম্পাদক।এমনকী, তাঁকে লাই ডিটেক্টরের সামনেও বসতে হয়েছিল।তবে তার বিরুদ্ধে সব অভিযোগ নাখোঁচ করে সুহৃদ দত্ত দাবি করেছিলেন, মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। এরপর বছরের পর বছর ধরে চলেছে এই মামলা।সিপিএমের হুগলি জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রাজ্যে শিল্প চেয়েছিলেন সুহৃদ দত্ত। তাঁকে ঘৃণ্য ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। দলীয় মর্যাদা মেনেই তাঁর শেষকৃত্য করা হবে। তিনি ছিলেন অকৃতদার ও দলের হোলটাইমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *