সাদা কাগজে সই করিয়েছিলেন ‘সাহেব’!দাবি মন্ত্রীর পরিচারক রামস্বরূপের

লোক পাঠিয়ে রাস্তায় দাড় করিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক|হ্যাঁ,আজ সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেছেন মন্ত্রীর পরিচারক এবং পাশাপাশি তার ভুয়ো কম্পানির ডিরেক্টর রামস্বরূপ শর্মা|

আরো পড়ুন-এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ!৩ সংগঠনের মিলিত এই অভিনব উদ্যোগ

কেষ্টপুরে ফ্ল্যাট নেওয়ার জন্য লোন নিয়েছিলেন রামস্বরূপ তার ‘সাহেব’ জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে|রাস্তায় দাড় করিয়ে লোক পাঠিয়ে সাদা কাগজে সইও করিয়ে নিয়েছিলেন মন্ত্রী|সাংবাদিকদের সামনে আজ এই দাবি করেছেন রামস্বরূপ|

আরো পড়ুন-তাহেরপুরে সরকারি আটার কালোবাজারির পর্দাফাঁস!আটক অভিযুক্ত,উত্তেজনা এলাকায়

তবে রামস্বরূপ আরো দাবি করেন,লোনের ৫ লক্ষ টাকা শোদও করেছিলেন তিনি|ইডি-র দাবি,জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন রামস্বরূপকে| পাশাপাশি জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রামস্বরূপ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *