কলকাতা থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে বাণিজ্যিকভাবে করা যাবে তেল উত্তোলন

নিউজ ডেস্ক: কলকাতা থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে অশোকনগর থেকে শীঘ্রই বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন করা যাবে। এমনটাই আশাপ্রকাশ করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, বর্তমানে সেখানে নমুনা পরীক্ষা চলছে।

বছর দুই আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রথবারের জন্য তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় ওএনজিসি। কাজটা শুরু হয়েছিল ২০০৯-এ। সেই সময়ে অশোকনগর এলাকায় তেল ও প্রাকৃতিক গ্যাস সন্ধানের জন্য সংশ্লিষ্ট ব্লকটি হাতে পায় ওএনজিসি। এরপর ২০১৪-তে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। ২০১৮-র মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে তেল-গ্যাসের ভাণ্ডার সম্পর্কে নিশ্চিত হয় সংস্থা। তা উত্তোলনের জন্য অয়েল ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়াও বাঁধে। সূত্রের খবর, সব ঠিকঠাক চললে চলতি অর্থবর্ষ শেষের আগেই অশোকনগরে বাণিজ্যিক উত্তোলনের প্রক্রিয়া শুরু হতে পারে।

মার্চেন্ট চেম্বারের বার্ষিক সভায় অশোকনগরের প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতে সেখানে যথেষ্ট তেল মজুত রয়েছে। বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। গত সপ্তাহেই তিনি নিজে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। মন্ত্রী জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ধরে পাইলট প্রকল্প চলছিল। ওএনজিসি জানিয়েছে, তেল মিলেছে। সেই নমুনা হলদিয়ার শোধনাগারে (ইন্ডিয়ান অয়েলের) পাঠানো হয়েছে। আশা করছি, শীঘ্রই ওই তেল বাণিজ্যিক ভাবে উত্তোলন করা যাবে। তখন দেশের পেট্রোলিয়াম-মানচিত্রে ঠাঁই পাবে পশ্চিমবঙ্গ। রাজ্যের অর্থনীতিতে নতুন দরজা খুলে যাবে। শীঘ্রই ওখানে যাব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *